হাল ছাড়ার আগে এটি একবার দেখুন । Never Give Up...

 হাল ছাড়ার আগে এটি একবার দেখুন । Never Give Up...




বন্ধুরা নিজের কাজের জন্য পাগলামি উন্মাদনা এমন একটা রোগ যদি কারো মধ্যে একবার ঢুকে যায় তাহলে এই মানুষটিকে সফল করে তবেই ছাড়ে । দিনে 15 থেকে 16 ঘণ্টা কাজ করার জন্য শুধু এনার্জি নয় বরং ঐ কাজটা করার জন্য ওই জেদ ওই পাগলামি কণা থাকতেই হবে। আর এরকম জেদি এরকম পাগল লোক পৃথিবীতে পার্সেন্টেজে নয় বরং নাম্বারসে হয়। অল্প সংখ্যক মানুষই সেটা করতে পারে, এরকম একটি জেদি আর পাগলামি ভরা কাহিনী হলো, "Dashrath Manjhi" যে তার স্ত্রীকে নিয়ে সময় মতো হাসপাতালে পৌঁছাতে পারেননি । কারণ তার গ্রাম থেকে হাসপাতালে যাওয়ার পথে ছিল এক বিশাল পাহাড় ! সে কারণে তার স্ত্রীর মৃত্যু ঘটে এরপর মানুষটি প্রচন্ড রেগে যায় আর এই রাগটাকে জেদে রূপান্তরিত করে ফেলেন । আর এই মানুষটি শুধুমাত্র ছেনি হাতুড়ি দিয়ে পাহাড় ভেঙ্গে রাস্তা বানিয়ে ফেলেন । এটা একটা পাগলামো ছাড়া আর কি হতে পারে। এরকম পাগলামির ইতিহাস পৃথিবীতে খুবই দুর্লভ । এরকম জেদ তখন তৈরি হয় যখন হৃদয় ভেঙে যায়, মন ভেঙে যায় , যে একেবারে ভেঙে পড়ে কিন্তু যারা এই কষ্টকে জেদে রূপান্তরিত করে তাদের আটকে রাখা অসম্ভব । 




যখন মানুষ ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করে তখন কোন ব্যক্তি নিজের রাজত্ব তৈরি করার জন্য ব্লুপ্রিন্ট বানাতে ব্যস্ত থাকে। যখন সবাই চাকরি খোঁজার জন্য ব্যস্ত থাকে তখন কোন পাগল অন্যের চাকরি দেওয়ার জন্য ভাবতে থাকে। আর এরকম পাগলরাই পড়ে গিয়ে বিল গেটস, স্টিভ জবস, মুকেশ আম্বানি হয়। এই পাগলগুলো সাফল্যের জন্য সব সময় ক্ষুধার্ত থাকে, এরা কখনো satisfied' হয় না। 

এই পাগলামো কণা, এই জেদ এদের না দেয় শুতে, না দেয় থামতে। একজন জেদি মানুষ কখনো শান্ত হয়ে বসবেনা , সে হাজারবার ব্যর্থ হবে কিন্তু তার জেদ তার পাগলামী তাকে আরো একবার চেষ্টা করার জন্য বাধ্য করবে । আর এটা ততক্ষণ কাজ করতে বাধ্য করবে যতক্ষণ সাফল্য তার সামনে এসে ধারা না দিচ্ছে ।এই পাগল মানুষ গুলোই, এই জেদি মানুষগুলোই ইতিহাস তৈরি করে দেয়। বিশ্বাস না হলে একটু পিছনের ইতিহাস ঘেটে দেখুন । না হলে কোন ব্যক্তি 1000 বার ব্যর্থ হওয়ার পরও কেন চেষ্টা করা ছাড়ে না? কোন পাগলের দ্বারা এটা সম্ভব, আর এই কারনেই ওই পাগল ব্যক্তি ওই জেদি ব্যক্তি পৃথিবীকে আলোকিত করে দেয়।হ্যা আমি বলছি থমাস আলভা এডিসনের কথা । 


 যে মানুষটাকে তার ভারী গলার জন্য রেডিও থেকে বাদ দেওয়া হয়েছিল সে জেদ ধরলো আর সাফল্যের ওই সীমায় নিজেকে নিয়ে গেল যেটার স্বপ্ন লক্ষ লক্ষ মানুষ দেখে । হ্যা , আমি বলছি অমিতাভ বচ্চন এর কথা । তার প্রথম সুপারহিট মুভি Zanjeer আসার আগে তার 12 টি সিনেমা ফ্লপ হয়েছিল তা সত্ত্বেও তিনি জেদ ছাড়েননি আর শেষ পর্যন্ত সাফল্যকে তার সামনে মাথা নত করতে হলো । বন্ধুরা সবাই ভাবে আমাকে বড় হতে হবে , নামকরা একজন ব্যক্তি হতে হবে কিন্তু সেটার জন্য অ্যাকশন শুধুমাত্র কোন পাগলই নেয় ।


 এই মানুষটাকে 30 বার কাছ থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল।  গ্রাজুয়েশনের ইন্টারসে তিনি 5 বার ফেল করেন । এমনকি কেএফসির ওয়েটারের কাজ থেকে বাদ দেওয়া হয়। কিন্তু কাজ নিয়ে তার মধ্যে এতটা পাগলামি ছিল যে এতবার ফেল করার পরও তিনি আলিবাবা শুরু করলেন। আর আজ এই কোম্পানি পৃথিবীর অন্যতম একটি ই-কমার্স কম্পানি ।

একসময় এতবার ফেল করা এই মানুষটি বর্তমানে চীনের দ্বিতীয় ধনী ব্যক্তি। এই পাগলামি কণা শুধু তার মস্তিষ্কে থাকে না বরং তার কাজের মধ্যেও দেখা যায়। যেটা পৃথিবীর সবাই দেখে কিন্তু কপি করতে পারে না। কারণ ওই লেভেলের পাগলামির সাথে সবাই ম্যাচ করে উঠতে পারে না ।



সো বন্ধুরা, যদি আপনার লাইফে ফেলিওর থাকে তাহলে congratulation এক বিশাল সাফল্য আপনার জন্য ওয়েট করছে। আপনার কাছে দুটো রাস্তা আছে, প্রথম ফেলিওর গুলো নিয়ে বসে যান, সারাদিন সেগুলো নিয়ে ভাবতে থাকুন, আর দ্বিতীয় ফেলিওর গুলোকে আপনার স্বপ্ন বানান, আপনার জীবনে যে গোল আছে বা ড্রিম আছে সেটা ফলো করুন। আপনাকে অন্য কেউ কিছু করে দেবে না, আপনাকে নিজেকেই নিজের লাইফের সিদ্ধান্ত নিতে হবে। আপনাকেই বড় কিছু করতে হবে। আশাকরি পোস্টটির মূল বক্তব্য আপনি বুঝতে পেরেছেন এবং তার থেকে উপকৃত হবেন। পোস্টটি উপকারী মনে হলে, শেয়ার করুন বন্ধুদের সাথে যাতে তারাও উপকৃত হয় ।






Post a Comment

0 Comments