Bitter truth of life and relationships.. এই কথাগুলো আপনার জীবনকে বদলে দিবে।। Best Motivation Bangla..

 Bitter truth of life and  relationships.. এই কথাগুলো আপনার জীবনকে বদলে দিবে।। Best Motivation Bangla..




চোখে দেখে পছন্দ করা সম্পর্কগুলো সময় অনুযায়ী বদলে যায়।


 যদি শিরদাঁড়া সোজা রেখে মাথা উঁচু করে চলার সাহস থাকে তবে শিখেনিন মাথা কোথায় কতটা ঝোকাতে হবে।


একটা সত্যিকারের সম্পর্কে সব সময়, সময় দেওয়া উচিত , কারণ কে বলতে পারে আগামী দিনে হয়তো আপনার কাছে অনেক সময় থাকবে কিন্তু থাকবে না কোনো সম্পর্কই ।


যখন কেউ আপনাকে এড়িয়ে যেতে শুরু করবে তখন বুঝে নেবেন আপনাকে তার প্রয়োজন নেই।


মানুষ নিজের সুসময়ে তার অহংকার দেখায় কিন্তু তার ফলাফল যে খারাপ সেটা সময়ই দেখতে পায়।


জীবন কঠিন ঠিকই কিন্তু একটু চেষ্টা করে দেখুন যখন যেখানে সুযোগ পাবেন হেসে হেসে জীবনটা কাটিয়ে দিন।


কখনো কোনো নতুন জিনিস পাওয়ার জন্য আগে থেকেই যেটা আপনার কাছে ছিলো সেটা হারিয়ে ফেলবেন না ।


আয়না আমার সব থেকে ভালো বন্ধু কারণ যখন আমি কাঁদি সে কখনো হাসে না।


এই জীবন যদি ওলট-পালট নাই হয়, তবে সবকিছু ঠিক হবে কিভাবে ? সব চুরমার যদি নাই হয়, তবে সব জোড়া লাগবে কিভাবে?


বর্তমানে এই যুগে একটি সম্পর্ককে সবাই সঠিকভাবে টিকিয়ে রাখতে পারেনা,

অন্যকে খুশি রাখার জন্য নিজেকে দুঃখ দিতে হয়।


 সম্পর্ক সামলাতে সামলাতে মানুষ ক্লান্ত হয়ে যায় ,

কারণ প্রতিদিনই কেউ না কেউ এখানে বিরক্ত হয়ে যায়।


আরেকটা কথা যেটা শুনতে খারাপ লাগলেও এটা অতি বাস্তব একটা কথা,

 আর সেটা হলো সবাইকে একসাথে খুশি রাখা যায়না ।


কারো গোলামী করতে থাকলে আপনি এতটাই দুর্বল হয়ে পড়েন যে,

 নিজের ক্ষমতা বলে কিছু ছিল সেটাই আপনি ভুলে যান।


ভিতর ভিতরে ভেঙে যাওয়া সব মানুষগুলোকে আপনি কাঁদতে দেখবেন ,

আবার এমনটা নাও হতে পারে কারণ অনেক মানুষই তাদের হাসির আড়ালে কষ্ট গুলোকে লুকিয়ে রাখে।


এই পৃথিবীতে বিশ্বাসের কোন দাম নেই ! ভালোবাসা ও এক রকমের শাস্তি, প্রথমে ভালোবাসার অভিনয় করে, তারপর সম্পর্ক ভেঙে দূরে চলে যায়।


আজ একটু খারাপ কাল একটু ভালো,

 জীবনটা তো এমনই, যাই হোক সামলে নেবে।


সবাইকে খুশি রাখা আর জীবন্ত ব্যাঙকে দাড়িপাল্লায় তোলা একদম একই ব্যাপার ,

একজনকে বসালে অন্যজন ঝাঁপ দেয়,

 এই কলিযুগে সবই আলাদা, এখানে মিথ্যাকে স্বীকার করা হয়, আর সত্যিকে শিকার।


বর্তমানে এই যুগে যদি কারো জন্য নিজের মাথাটা কেটে ফেলেন , 

তাহলেও সে বলবে ঠিক করে কাটা হয়নি আরো নিচে থেকে কাটতে হতো।


যদি সত্যিই কেউ মনের মধ্যে উঁকি দেয় তবে আমার ভেঙে যাওয়া টুকরোগুলোই দেখতে পাবে, 

এই হাসি হাসি মুখটা শুধু দেখানোর জন্যই।


যেদিন আপনার টাকা শেষ হয়ে যাবে, সেদিন আপনার নিকট আত্মীয়র সংখ্যাও 90 শতাংশ কমে যাবে।


কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, জীবনের অর্ধেক দুঃখ ভুল মানুষের উপর আস্থা রাখার জন্যই আসে,

 আর বাকি অর্ধেক দুঃখ সঠিক মানুষের উপর সন্দেহ করার জন্যই আসে।


কারো প্রশংসা করার জন্য বড় মনের প্রয়োজন, কেননা নিন্দা তো যেকোনো সময় যেকোনো কারোর উপরই করা যেতে পারে।


আজকের এই যুগে মিথ্যা কথা নিঃসন্দেহে বলে দেখুন সবাই শুনতে পাবে ,

আর সত্যিকথা চিৎকার করে বলুন তাতেও কেউ শুনতে পাবে না।


আমার আপনজনেরা আমায় ভীষণ একা করে দিয়েছে, এখনো বুঝতে পারিনি আমি খারাপ নাকি আমার ভাগ্যটা খারাপ ?


লম্বা সুতো আর জিভ দুটোই বেসামাল হয়ে পড়ে ,

তাই সুতোকে গুটিয়ে রাখতে হয় আর জিভকে সামলে।


যদি শুধু দেখানোর জন্য ভালো সেজে থাকেন তবে জেনে রাখুন,

 সেটা এমনিতে খারাপ হওয়ার চেয়েও অনেক বেশি খারাপ‌।


সবাই তো সব সময় মিথ্যাকেই বিশ্বাস করে নেয়, সত্যিকে তো বারবার প্রমাণ করতে হয়।


রাগ তো তখনই সবথেকে বেশি হয় যখন কেউ নিজে দোষী হয়ে সেটা স্বীকার না করে, অন্যকে দোষী বানানোর চেষ্টা করে।


 কখনও কখনও কোনো দোষ না করেও আমরা খুব খারাপ হয়ে যায়,

 কেননা লোকে আসলে যেমনভাবে চাই আমরা সেভাবে কাজটা করি না।


সময় বদলালে অতটা সমস্যা হয় না, যতটা কাছের মানুষ বদলে গেলে হয়।


ভীতর ভীতর টুকরো টুকরো হয়ে যাওয়া মানুষগুলো যতই হাসুক না কেন ? তাদের কষ্টগুলো চেহারায় ফুটে ওঠে।


যদি পুরো সমাজ আপনার বিপক্ষে চলে যায় তাহলেও পরোয়া করবেন না,

 আপনি সেই রাস্তাতেই চলুন যেটা সত্যের এবং পরিষ্কার।


এখন মানুষ মন থেকে সম্পর্ক তৈরি করে না, প্রয়োজন থেকে করে।


পাহাড়ে বসে তপস্যা করা সহজ , কিন্তু পরিবারের সকলের মধ্যে থেকেও ধৈর্য বজায় রাখা অত্যন্ত কঠিন ?

আর এটাই তপস্যা ।


দুঃখ তখনই হয় যখন আপনি বুঝতে পারবেন, আপনি যাকে গুরুত্ব দিচ্ছেন তার কাছে আপনার কোনো গুরুত্বই নেই।


মতলববাজ লোকেদের সাথে থাকার মজাটাই আলাদা, একটু সমস্যা হয় ঠিকই কিন্তু তাদের মধ্যে দিয়েই পুরো দুনিয়ার দর্শন পাওয়া যায়।


যদি কেউ আপনার উপর আশা রাখে তবে সেটা তার দুর্বলতা নয়,

 এর অর্থ তিনি আপনাকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন।


সারাজীবন কেউই পাশে থাকেন না , কেউ আজ আবার কেউ কাল সঙ্গ ছেড়ে দেয়।


শুনেছি আপনি অনেক রাত অব্দি জেগে থাকেন,

 স্মৃতি রোমন্থন করেন নাকি প্রেমে ব্যর্থ হয়েছেন ?


এতো ঘাত-প্রতিঘাত দেওয়ার জন্য জীবনকে ধন্যবাদ, সঠিক ভাবে চলতে এখনো না জানলেও সামলে নেওয়ার জ্ঞানটুকু তো অর্জন করেছি।


পাঁচটি অপ্রিয় সত্য

 1. তারাই সময়ের সাথে সাথে বদলে যায় যাদের আমরা প্রয়োজনের থেকেও বেশি সময় দিয়ে ফেলি।


2. যে ব্যক্তিকে আমরা সব থেকে কাছের বলে মনে করি তারাই আমাদের সবথেকে বেশি দুঃখ দেয়।


3. যেসব জিনিস খুব সহজেই পাওয়া যায় সেগুলো খুব বেশি দিন চলে না,

 আর যে সমস্ত জিনিস বেশি দিন চলে সেগুলো খুব সহজে পাওয়া যায় না।


4. দূরত্বই শেখায় যে আসলে নিকট বা কাছের জিনিস কোনটা ।


5. পয়সার আওয়াজ সত্যিই মুখ চেপে ধরে।


বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান এই কথাগুলো আপনার কেমন লাগলো ? আশা করি পোস্টটির মূল বক্তব্য আপনি বুঝতে পেরেছেন।



Post a Comment

0 Comments