নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবেন না। Focus on yourself don't compare to others..
একটা নতুন ক্যানসার ধরা পড়েছে ! যেটা এখন ম্যাক্সিমাম মানুষের লাইফকে ইফেক্ট করছে। তাদেরকে একটু একটু করে ভেতর থেকে ধ্বংস করছে,আর সেটা হলো , একটা অনুভূতি, একটা ছোট্ট অনুভূতি যা তাদেরকে অনুভব করাচ্ছে, আমি যথেষ্ট নই যখনই কেউ এটা অনুভব করে আমি যথেষ্ট নই, আমার মধ্যে অতোটা ক্ষমতা নেই,এর একমাত্র অর্থ হলো যে, সে নিজেকে অন্য কারো সাথে তুলনা করছে। এবং সেই প্রত্যাশাই জীবনযাপন করছে অন্য আর একজনের মতন যেন হয়ে ওঠে তার নিজের জীবন। অন্যের সাথে নিজেকে তুলনা করার অর্থ হলো, নিজের স্বপ্ন, নিজের ইচ্ছাগুলো মেরে ফেলা । তুমি কি একজন সফল মানুষের সাথে নিজের জীবনকে তুলনা করছো? যে আজ তুমি কোথায় আছো? এবং তুমি তার মতো হতে পারবে কিনা নিশ্চয়ই তুমি এটা ভেবে দেখতে পারেন এতে কোন ভুল নেই! কিন্তু সে যে কাজগুলো করছে সেই কাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলুন । নিজেকে নিজের সাথে সংযুক্ত রাখুন, সফলতার বীজ বপন করুন নিজের কাজের মধ্য দিয়ে, তাকিয়ে দেখো নিজের দিকে, next day, next week, next month, next year, আরো কতো উন্নত করতে পারবে নিজেকে, নিজের কাজকে, নিজের ইচ্ছাগুলো কে! স্থির করুন নিজের লক্ষ্য, কি তুমি অর্জন করতে চাও ? পাশের বাড়িতে কে কি করছে সেগুলো তোমার দেখার দরকার নেই, বন্ধু-বান্ধব আশেপাশে কাউকে অতিক্রম করতে হবে এরকম কোন কিছু ভেবে কোন লাভ নেই! এই পৃথিবীতে সবাই আলাদা এবং চেষ্টা করলে সবাই জিততে পারবে তুমি কখনোই সফল হতে পারবে না যদি তোমার নজর অন্যের উপরে থাকে। তুমি জীবনে তখনই সফল হতে পারবে যখন তোমার নজর নিজের ওপর, নিজের ক্ষমতার উপর , নিজের লক্ষ্যের উপর রাখবে, তুমি অন্যের রেসে দৌড়ে কখনোই জিততে পারবেন না, তোমার হৃদয় তোমার প্রতিটি মাসেল্সকে একেক করে কাজে লাগাও, নিজের রেসে দৌড়াতে।

0 Comments