10 Amazing Psychology fact.. যা জানলে আপনারা সবাই চমকে যাবেন।। Psychology fact Bangla..

 10 Amazing Psychology fact.. যা জানলে আপনারা সবাই চমকে যাবেন।। Psychology fact Bangla..





আপনার মনে কি কখনো এই প্রশ্নটি এসেছে যে পৃথিবীতে এমন কোন জিনিস রয়েছে যেটা আপনাকে সারাজীবন খুশি রাখতে পারবে এমন কোন জিনিস রয়েছে যেটা একজন ব্যক্তিকে ফুলফিল এবং হ্যাপি রাখতে সাহায্য করে আর তার থেকেও বড় প্রশ্ন হল এই যে, আদৌ কি এমন কোন জিনিস আছে যেটা একজন ব্যক্তিকে কমপ্লিট তৈরি করেতে ............

সো আমরা আলোচনা করবো 10 amazing psychological fact ... যা জানলে আপনারা সবাই চমকে যাবেন। তো চলুন শুরু করা যাক :- 


Number 01 ):- 

 এই ফ্যাক্টটি বেশ ইন্টারেস্টিং রয়েছে । আমরা কমবেশি সবাই কেঁদে থাকি । কেউ বলতে পারবেনা যে আমি কাঁদিনি ! অর্থাৎ সবাই কেঁদে থাকে ‌‌। তো সাইকোলজিস্টদের মতে কান্না হলো এমন একটি সিচুয়েশন অর্থাৎ আমরা যখন কাঁদি তো সেই কান্না হল এমন একটি স্টেট যেটাকে আমাদের মুখ এবং শব্দ দ্বারা Explain করতে পারেনা। কিন্তু সেটিকে আমাদের বডি Explain করে । বুঝতে পারলে না তো ? আসলে Mostly যখন আমরা কেঁদে থাকি, যখন আমাদের দুঃখ হয়, ব্যথা হয়, কষ্ট পাই বা খুব আনন্দের কারণে আমাদের কান্না আসে তাই না ? আপনি কাঁদছেন অর্থাৎ আপনি যে দুঃখ, ব্যথা, কষ্ট বা আনন্দকে ফিল করছেন সেটাকে আপনি আপনার মুখ দ্বারা বা শব্দ দ্বারা Explain করতে পারে না ! আর এই ফিলিংসকে আমাদের বডি Explain করে যে মাধ্যমে সেটাকে আমরা কান্না বলি । Amazing তাইনা ! 


Number 02 ):- 

রাগ এবং দুঃখ দুটো ফিলিংস আমাদের মধ্যে কমন । মাঝেমধ্যে এমন সিচুয়েশন তৈরি হয়ে যায় যেখানে রাগ বা দুঃখকে কন্ট্রোল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে ! তাইনা ? তোর সাইকোলজিক্যাল ফ্যাক্ট হল, এই যে রাগ মানে Anger এবং দুঃখ মানে Sadness এই দুটি ফিলিংস হলো এমন ফিলিংস এটাকে লুকোনো একজন সাধারন ব্যক্তির কাছে খুবই অসম্ভব অর্থাৎ রাগ এবং দুঃখ হলো এমন দুটি ফিলিংস যেটাকে যদি আপনি চেপে রাখার চেষ্টা করেন তবুও আপনি এই দুটি ফিলিংস কে চেপে রাখতে পারবেন না । কোনো না কোনোভাবে বা কোন না কোন দিকে এই ফিলিংস দুটি বেরিয়ে পড়বে । এরই অপরদিকে Happyness হলো এমন একটি ফিলিংস যেটাকে কিনা মানুষ চেপে রাখতে পারে । কিন্তু Anger এবং Sadness কে নয়। খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট তাইনা !


Number 03 ):- 

এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি বেশ গুরুত্বপূর্ণ রয়েছে । স্পেশালি ফিমেইল সদস্যরা মনোযোগ দিয়ে পড়বেন । আমরা মাঝে মধ্যেই লোকেদের তুলনা করে থাকি কে কতটা বেশি প্রভাবশালী, কে কতটা কম প্রভাবশালী, কে বেশি বুদ্ধিমান, কে কম বুদ্ধিমান এই ধরনের compare লোকেরা মাঝেমধ্যে কিন্তু করে থাকে । তো ফ্যাক্ট হলো এই যে Male মানে পুরুষরা নারীদের তুলনা পছন্দ করে না ! কেউ যদি স্পেশালি কোন মহিলা যদি তাকে কোন ব্যক্তির সাথে তুলনা করে সেটাকে ছেলেরা একেবারেই পছন্দ করেনা। ইনফ্যাক্ট যদি আপনি কোন Male ke ইয়ার্কি-ফাজলামির মাধ্যমে ও যদি কারো সাথে কম্পেয়ার করেন তবুও সেটিকে তারা একেবারেই পছন্দ করে না। আর এটা একেবারে সত্য । 


Number 04 ):- 

মিউজিক তো আমরা সবাই শুনি তাইনা ! 

এক-এক ধরনের ব্যক্তির মিউজিকের টেস্ট একেক ধরনের হয়ে থাকে । কাউকে পপ ভালো লাগে, কাউকে রগ ভালো লাগে আবার কাউকে ক্লাসিক্যাল মিউজিক ভালো লাগে। তো ফ্যাক্ট হলো এটাই আপনাকে যে যে মিউজিক শুনতে ভালো লাগে অর্থাৎ যে যে মিউজিক গুলি আপনার ফেভারিট ঠিক সেই মিউজিক গুলিও যদি অন্য কোনো ব্যক্তির ফেভারিট হয়ে থাকে তাহলে আপনার এবং সেই ব্যক্তির মধ্যে একটি স্ট্রং কানেকশন তৈরি হয় যায় অর্থাৎ এই দুইটি একে অপরকে subconsciously খুব ভালোভাবে বুঝতে পারে আর এরই রিলেটেড ফ্যাক্ট হল এই যে আমরা সেই সকল ব্যক্তির দিকে বেশি এট্রাক্ট হয় যাদের মিউজিকের টেস্ট আমাদের মতই এবং কোন সম্পর্কের মধ্যে দুইজনের মিউজিক গুলি যদি তাদের সেম ফেভারিট মিউজিক হয়ে থাকে তাহলে তাদের রিলেশনশিপ অন্যান্যদের তুলনায় অনেকটা দীর্ঘস্থায়ী হয়। 


Number 05 ):- 

 আমাদের ব্রেইন কে নিয়ে একটি বেশ মজাদার কথা বলি । লাইফে কোনো না কোনো সময় আপনার সামনে এমন একটি সিচুয়েশন নিশ্চয়ই চলে এসেছিল যখন আপনাকে এক ব্যক্তির কোন বোরিং কনভারসেশনকে

না চইতেও জোর করে শুনতে হয়েছিল ? হয়েছিল তাই না। এটাকে স্টুডেন্টরা খুব ভালোভাবে এক্সপেরিয়েন্স করেছে কারণ মাঝে মধ্যেই তাদের ক্লাসে কোন বোরিং লেকচারকে শুনতে হয় । তো ফ্যাক্ট হলো এই, যখন আপনার সামনে কোন ব্যক্তি কোন বোরিং টপিক নিয়ে আলোচনা করে যেটাতে আপনার একেবারেই ইন্টারেস্ট নেই কিন্তু তবুও আপনাকে বাধ্য হয়ে শুনতে হচ্ছে তো এই সিচুয়েশনে আপনার ব্রেইন সেই বোরিং লেকচার বা কনভারসেশনকে থেকে ফানি অথবা মজাদার ভাবে আকর্ষণীয় করে আপনার সামনের রিপ্রেজেন্ট করার চেষ্টা করে। অর্থাৎ কোন বোরিং স্পিচকে আপনার মস্তিষ্ক আকর্ষণীয় করে আপনার সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে । আপনার কি মনে হয় এই সাইকোলজিক্যাল ফ্যাক্ট কতটা সত্য ? Next time এটাকে অবশ্যই অবজার্ভ করে দেখবেন। Next time কোন বোরিং স্পিসকে শোনার সময় এটাকে অবশ্যই একবার অবজার্ভ করে দেখবেন।


Number 06 ):- 

 আপনি কি জানেন যে আপনার বডি আপনাকে অ্যাট্রাক্টিভ করে তোলে। আপনার হাসি আপনাকে আরো অ্যাট্রাক্টিভ করে তোলে লোকেদের কাছে। তো প্রশ্ন হল এই যে, কোন জিনিসটি আপনাকে সুন্দর করে তোলে ? ওয়েল আপনার পার্সোনালিটি অর্থাৎ আপনার ব্যক্তিত্ব আপনাকে সুন্দর করে তোলে। হ্যাঁ সাইকোলজি তো এটাই বলে যে আপনি কতটা সুন্দর সেটাকে লোকেরা বিচার করে আপনার ব্যক্তিত্ব বা আপনার পার্সোনালিটিকে দেখে । Amazing তাইনা ।


Number 07 ):-  

সাইকোলজির মতে এই পৃথিবীর 75 শতাংশ ব্যাক্তি আপনার কথাকে এই কারণেই শোনে না যাতে সে সেখান থেকে কিছু বুঝতে পারে, সেই 75 শতাংশ ব্যক্তি এই কারণেই আপনার কথা মনোযোগের সাথে শোনে যাতে সে ইন্সট্যান্টলি আপনাকে সেই কথার হিসেবে রিপ্লাই দিতে পারে, অর্থাৎ কোন ব্যক্তি আপনার কথাটা বোঝার জন্য শুনে না, আপনাকে ইন্সট্যান্টলি রিপ্লাই দেওয়ার জন্য আপনার কথা শুনে, হ্যাঁ সাইকোলজি তো এটাই বলে। 


Number 08 ):- 

 এই সাইকোলজিক্যাল ফ্যাক্টিকে খুব মনোযোগের সাথে পড়বেন লাইফে খুব কাজে দেবে । আপনাদের মধ্যে থেকে এমন অনেকেই হয়তো আছেন যারা এমন এক society তে বাস করেন যেখানে সবাই একে অপরকে দেখে হিংসে করে । হয়তো আপনি এমন এক জায়গায় বাস করেন যেখানে সবাই একে অপরের দুর্নাম করে , সবাই একে অপরকে নিচু করার চেষ্টা করে। তো ফ্যাক্ট হলো এই যেে, যদি এমন কেউ আপনার লাইফে থেকে থাকে যে কিনা আপনাকে সবসময় নীচু করার চেষ্টা করছে আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করছে? তো জেনে রাখুন যে সেই ব্যক্তি অলরেডি আপনার থেকে নিচে আছে । সেই ব্যক্তি অলরেডি আপনার থেকে বেশি সমস্যায় ভুগছে। যে ব্যক্তি আপনাকে নীচে নামানোর চেষ্টা করছে সে আগে থেকেই আপনার থেকে অনেক নিচে অবস্থান করছে।


Number 09 ):- 

 সাইকোলজি বলে যে, যদি আপনার লাইফে এমন হয় যে আপনি কাউকে খুবই গুরুত্ব দিচ্ছেন কিন্তু সে আপনাকে গুরুত্ব দিচ্ছেনা বা হয়ত আপনি এমন একটি রিলেশনশিপে আছেন যেখানে আপনার গুরুত্ব কমে গেছে, আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না । প্রতিটি ব্যক্তির লাইফে এমন একটি সিচুয়েশন অবশ্যই আসে যখন তার ফিল হয় যে তার ভ্যালু কোন একজনের কাছে কমে গেছে । তো যদি আপনার সাথে এমন হয়ে থাকে তাহলে এই সিচুয়েশনে আপনি একটি কাজ করতে পারেন। আপনি সেই রিলেশনশিপ সেই সম্পর্ক থেকে কিছুটা সময়ের জন্য ব্রেক নিয়ে একটু দূরে সরে যেতে পারেন । আপনি সেই রিলেশনে কিছুদিনের জন্য একটু দূরত্ব বজায় রাখতে পারেন । এতে কি হবে যখন আপনি সেই ব্যক্তির থেকে একটু দূরে সরে যাবেন যাকে কিনা আপনি খুব গুরুত্ব দিয়েছিলেন সেই ব্যক্তি আপনার অনুপস্থিতিকে তখনই বুঝতে শুরু করবে তখন সেই ব্যক্তি তার লাইফে আপনার ইম্পর্টেন্সকে ফিল করা শুরু করবে। আপনি যে তার লাইফকে কতটা ইজি এবং হ্যাপি বানিয়ে দিয়েছিলেন তার গুরুত্বকে বুঝতে পারবে, যার ফলে আলটিমেটলি সেই ব্যক্তি তখন আপনার গুরুত্বকে বুঝতে পারবে । 


Number 10 ):- 

 আপনার মনে কি কখনো এই প্রশ্নটিই এসেছে যে এই পৃথিবীতে এমন কোন জিনিস রয়েছে যেটা আপনাকে সারাজীবন খুশি রাখতে পারবে । এমন কোন জিনিস রয়েছে যেটা একজন ব্যক্তিকে ফুলফিল এবং হ্যাপি রাখতে সাহায্য করে। আর তার থেকেও বড় প্রশ্ন হল এই যে, আদৌ কি এই জিনিস আছে ?? ওয়েল আছে বরং একটি নয় দুটি জিনিস । Spirituality, Science Ands psychologist দের মতে Education's অর্থাৎ শিক্ষা, এবং knowledge অর্থাৎ জ্ঞান হলো এমন দুটি জিনিস যেটা ব্যক্তিকে সারাজীবন খুশি রাখতে পারে। অর্থাৎ যদি আপনার কাছে শিক্ষা এবং জ্ঞান দুটোই থাকে তাহলে আপনার থেকে ধনী, সুখী এবং বুদ্ধিমান ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই । এটা একেবারে সত্য। ইনফ্যাক্ট মাইথোলজিও এই কথাটিকে স্বীকার করে যে একজন শিক্ষিত এবং জ্ঞানী ব্যক্তির থেকে বেশি সুখী কেউ হয় না । আপনার কি মনে হয় এই কথাটি কতটা সত্য ? 


 এই 10 টি সাইকোলজিক্যাল ফ্যাক্টের মধ্যে থেকে আপনার কোন ফ্যাক্টটিকে সবথেকে বেশি ইন্টারেস্টিং বলে মনে হয়েছে তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন । 

Post a Comment

0 Comments