রাতে ঘুমানোর আগে এটি করুন ,সব বদলে যাবে।। The power of subconscious mind in Bangla

 





বন্ধুরা, জলকে যখন গরম করা হয় তখন তার তাপমাত্রা বাড়তে থাকে এবং 211 ডিগ্রী পর্যন্ত জল গরম হতে থাকে। কিন্তু যখনই জলের তাপমাত্রা 212 ডিগ্রী তে পৌঁছায় তখনই জল ফুটতে শুরু করে আর যখন জল ফুটতে থাকে তখনই বাষ্পের সৃষ্টি হয়। আর এই বাষ্পই  বড় বড় ইঞ্জিন কেউ চালিয়ে দেয়। পার্থক্য মাত্র 1 ডিগ্রি হয় । কিন্তু এক ডিগ্রি সবকিছু বদলে দেয়। যখন আমরা প্রত্যেক দিন আমাদের স্বপ্ন পূরণের জন্য কষ্ট করতে থাকি স্বপ্ন পূরণের জন্য নতুন পথ খুঁজতে থাকি। তখন একটা সময়ের পর আমরা আমাদের মনের কাছে হার মেনে যায়। আমাদের মন আমাদের বারবার মেনে নিতে বাধ্য করে যে, আর চেষ্টা করে কোন লাভ হবে না। কিন্তু বন্ধুরা সফলতা পাওয়ার জন্য 212 ডিগ্রীকে আমাদেরকে বুঝতেই হবে ।


 বন্ধুরা আমাদের পরিশ্রমের রেজাল্ট হয়তো আমরা প্রত্যেকদিন দেখতে পাই না কিন্তু আমাদের প্রতি দিনকার পরিশ্রমই আমাদের সেই রেজাল্ট পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করে। আপনি জীবনে যা কিছুই করতে চান কিংবা আপনি জীবনের যা কিছুই হতে চান সেই স্বপ্নের পথ অনেকটা লম্বা। কিন্তু আমাদের প্রতি দিনকার অ্যাকশন, আমাদের প্রতিদিনের হিম্মত , আমাদের প্রতিদিনের পরিশ্রম প্রতিদিনের সিদ্ধান্তই আমাদেরকে নিয়ে যাবে সফলতার 212 ডিগ্রী পর্যন্ত। এখানে পৌছেই সবকিছু পাল্টে যাবে। একরাতে সাফল্য তাদেরকেই ধরা  দেয়, যারা এক রাতের সাফল্যকে পাওয়ার জন্য কয়েক রাত জেগে পরিশ্রম করেছেন। অলিম্পিকের উইনিং ডিফারেন্স মাত্র কয়েক সেকেন্ডেই হয়, কিন্তু এক সেকেন্ডের সাফল্যকে পাওয়ার জন্য প্রতিযোগিতা বছরের পর বছর পরিশ্রম করতে থাকে। কোন এক্টার সুপারস্টার হয় কোন এক সুপারহিট ফিল্ম থেকে কিন্তু একটি সুপারহিট ফিল্ম পর্যন্ত পৌঁছাতে তাদের কয়েক বছর কেটে যায় । কিংবা কোন কম্পিটিশনে সেই ব্যক্তি জয়লাভ করে, এই একটি দিন দেখার জন্য প্রচুর সংখ্যক দিন পরিশ্রম করার ক্ষমতা রাখেন। রাতারাত সাফল্য পাওয়ার পেছনে অনেক কষ্টকর রাত থাকে, 212 ডিগ্রী লম্বা সফর থাকে। এই  212 ডিগ্রী
সফরই  আমাদের স্থির করে নিতে হবে। থেমে না গিয়ে, ক্লান্ত না হয়ে, হাল না ছেড়ে দিয়ে আমাদের সাফল্য পর্যন্ত পৌঁছাতে হবে। যখনই অসহায় লাগবে একটা কথাই মনে রাখবেন, চলতে থাকাটাই সব থেকে গুরুত্বপূর্ণ । কারণ চলতে থাকলে আমরা ঠিক একদিন আমাদের স্বপ্নের কাছে পৌঁছে যাবো। মনে রাখবেন আপনার আজকের দিনটি আপনার জীবনে আসা আগামীকালের ই  একটি অংশ । সফলতা আসতে সময় পরিশ্রম নিশ্চয়ই লাগে কিন্তু যখন সফলতা আসে তখন সব কিছু বদলে যায়‌।  মনে রাখবেন যদি হিম্মত হেরে যান তবে শেষ হয়ে যাবেন!  লড়াই করে টিকে থাকার ক্ষমতা রাখলেই সফলতা পাবেন।   এক এক ডিগ্রি করে আমরা একদিন ঠিক পৌঁছে যাবো 212 ডিগ্রী তাপমাত্রা , তথন  আমাদের পরিশ্রম, আমাদের ধৈর্য, আমাদের কষ্ট, আমাদের সাহস , আমাদেরই হিম্মত বদলে যাবে সফলতায় ।পূরণ হবে আমাদের সব স্বপ্ন। শেষ হবে আমাদের অপেক্ষা আর সেদিনই আমাদের জীবন পুরোপুরি বদলে যাবে।







Post a Comment

0 Comments