হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন । বন্ধুরা মর্ডান সাইন্স এমন স্বভাবের মানুষদেরকে ইন্টেলিজেন্ট বলে মনে করছেন যেগুলি বিশ্বাস করাটা কিছুটা মুশকিল ! আমরা জানি ইন্টেলিজেন্ট লোক নিজের অন্যান্য বন্ধুদের থেকে একটু আলাদা হয়ে থাকেন? তবে তারা কি এতটাই আলাদা হয়, তো চলুন আজ আমরা জেনে নেবো এমন 7 টি আজব এবং অবিশ্বাস্যকর অভ্যাস যেগুলো গুলো মর্ডান সাইন্স এর মতে বুদ্ধিমান লোকেদের থেকেই পাওয়া যায়।
নাম্বার ০১):- লেজিনেস:-
ইন্টেলিজেন্ট ব্যক্তিদের প্রথম অভ্যাস হলো লেজিনেস অর্থাৎ অলস হওয়া। আমেরিকার একটি রিসার্চে উঠে এসেছে যেসব লোক নিজেদের খেয়ালে ডুবে থাকেন তারা বুদ্ধিমান হওয়ার সাথে সাথে ফিজিক্যালি সুস্থ এবং কম এক্টিভ হয়ে থাকেন। যদি আপনি লেজি হয়ে থাকেন তাহলে এই অভ্যাসটি ইন্টেলিজেন্ট এর সাথে জুড়তে পারেন, এখন আপনি ভাবতেই পারেন যে আপনি সারাদিন টিভির সামনে বসে থাকেন, তাহলে ভাই এটা জেনে নিন সারাক্ষণ টিভির সামনে বসে থাকাটা বোকামি ছাড়া আর কিছুই নয়।লেজি বা অলস মানুষেরা সব সময় কোন কঠিন কাজে সহজ পদ্ধতি খুঁজে নেয়। এজন্য তো বিল গেটস যিনি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি তিনি এও বলেন, আমি কঠিন কাজটি কোন অলস ব্যক্তিদের করতে দিয়ে থাকি কারণ সেই ব্যক্তি ঐ কঠিন কাজটি করার জন্য কোন সহজ পথ খুঁজে নেয়।
নাম্বার ০২):- ভূলে যাওয়া:-
বুদ্ধিমান লোকদের দ্বিতীয় একটি অভ্যাস হলো ভুলে যাওয়া। সাধারণত ভালো স্মৃতিশক্তি ইন্টেলিজেন্ট এর লক্ষণ বলে মনে হয়। কিন্তু যারা ভুলে যায় তারাও যথেষ্ট ইন্টালজেন্ট। রিসার্চ অনুযায়ী এইসব মানুষ লাইফের ছোটখাটো কোনো সিচুয়েশন ভুলে যায়। যাতে Unimportant এবং ছোট ব্যাপারগুলোকে ব্রেন থেকে ডিলিট করে নতুন আইডিয়া ব্রেইনে রাখতে পারে। এখন থেকে যখনই আপনি ঘরের চাবি কথাও ভুলে রেখে যাবেন তখন মাথা খারাপ করার কোন প্রয়োজন নেই। কারণ তখন আপনি এটা ভাবতে পারেন নতুন আইডিয়ার জন্য আপনার ব্রেনে জায়গা তৈরি হচ্ছে।
নাম্বার ০৩):- গালাগালি দেওয়া:-
ইন্টেলিজেন্ট ব্যক্তিদের তৃতীয় হ্যাবিট গালাগালি দেওয়া জাতীয় শব্দ ব্যবহার করা।যারা আসলে গালাগালি দেওয়া জাতীয় শব্দ ব্যবহার করেন তাদের কে বেশি ইন্টেলিজেন্ট বলে মনে করা হয়। কারণ, অন্যদের থেকে তাদের শব্দভাণ্ডার বেশি হয়ে থাকে। তার মানে এই নয় যে আপনি ঘর থেকে বের হয়ে সবাইকে গালি দিতে শুরু করলেন । আপনি স্টিভ জবসকে তো নিশ্চয় জানেন যারা জানেন না তাদের জন্য বলে দিই যে, স্টিভ জবস অ্যাপেল কোম্পানি ফাউন্ডার যাকে গ্রেটেস্ট টান্ডোপিনিয়ার এবং বিজনেস ম্যাগনেট নামেই আমরা জানি । তবে যাই হোক তার আরেকটি দিক ও ছিলেন তিনি প্রচুর গালি দিতেন। যার জন্য তার অনেক বদনাম ও ছিল তার পার্টনার্স এবং তার কর্মচারীদের মধ্যে।
নাম্বার ০৪):- বিশ্বাস করা :-
ইন্টেলিজেন্ট ব্যক্তিদের চতুর্থ অভ্যাস হলো বিশ্বাস করা।
বেশি বুদ্ধিমান ব্যক্তিরা সহজে কাউকে নাকি ভরসা করে না এরকম ই আমরা জানি। কিন্তু বিজ্ঞানীরা বলেন যে, বুদ্ধিমান ব্যক্তিরা সহজে কাউকে বিশ্বাস করে ফেলেন। এই কারণেই তারা বড় স্বপ্ন দেখতে ভয় পান না, তারা মানুষকে সহজেই চিনে ফেলেন । অন্যদিকে সাধারন মানুষরা এটা ভেবেই সময় কাটিয়ে দেন যে ওর উপর ভরসা করবো নাকি করবো না।
নাম্বার ০৫):- 🐈 বিড়াল পোষা:-
ইন্টেলিজেন্ট ব্যক্তিদের পঞ্চম অভ্যাস ইনারা নাকি বিড়াল পুষতে পছন্দ করেন। যদি আপনার বাড়িতে বিড়াল থাকে তাহলে আপনি খুশি হতে পারেন, কারণ আপনি ইন্টেলিজেন্ট । অন্যদিকে যারা কুকুর পালন করেন তাদের মনের থেকে যারা বিড়াল পালন করেন তাদের মন অনেক বেশি শান্ত এবং তার ইন্টালিজেন্ট ও সেনসেটিভ হয়ে থাকেন।
নাম্বার ০৬):- 🌃 রাতে দেরিতে ঘুমানো:-
ইন্টেলিজেন্ট ব্যক্তিদের সিক্স হ্যাবিট রাতে দেরিতে ঘুমানো। আপনি কি রাত জেগে কাজ করতে পছন্দ করেন? এটাও ইন্টেলিজেন্ট এর সাইন হতে পারে। সাইনন্টিক রিসার্চ এর মতে যারা বেশি রাত জেগে কাজ করে তাদের আইকিউ বেশি হাই হয়ে থাকে। এবং আপনারা তো জানেন না যে বারাক ওবামা যিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তিনি লেটনাইট জায়গার জন্য ফেমাস ব্যক্তি। এর মানে এই নয় যে, আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপে চ্যাটিং এর মাধ্যমে কিংবা টিভি দেখতে দেখতে রাত জেগে থাকেন!! বুদ্ধিমান লোকেরা রাত জেগে সাধারণত কোন প্রোডাক্টিভ কাজ করে থাকেন। তার মানে এটা নয় যেটা এখন আপনার মনে চলছে । এছাড়াও তারা তাদের লাইফের important কাজ গুলি গভীর রাতের নিস্তব্ধতায় করতে পছন্দ করে থাকে।
নাম্বার ০৭):- টেবিল এলোমেলো করে রাখা:-
ইন্টেলিজেন্ট ব্যক্তিদের সেভেন হ্যাবিট তারা টেবিল সবসময় এলোমেলো করে রাখে। সাইন্টিস দের মতে আপনি যদি সব সময় টেবিল এলোমেলো করে রাখেন তাহলে আপনি ইন্টেলিজেন্ট । কারণ , সাইন্টিস্ট বলেন যে, ইন্টেলিজেন্ট লোকেরা কোন কিছু সাজাতে গোছাতে টাইম নষ্ট করেনা। এমনকি তাদের ব্রেন ও খাটাই না কারণ তাদের ব্রেনে আরো অনেক important কাজ চলতে থাকে ।
তো বন্ধুরা এগুলোই ছিল ইন্টেলিজেন্ট ব্যক্তিদের কিছু বিশ্বাস না করার মত অভ্যাস ।এর মধ্যে থেকে আপনার কোন অভ্যাস রয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান।
0 Comments