লাইন দিয়ে সামনে চলার সময় তার নজরে কিছু বড় কিছু ছোট গোলাপ ফুল চোখে পড়লো, কিন্তু সে ভাবলো, সামনে হয়তো আরো সুন্দর এবং বড় গোলাপ ফুল রয়েছে এই ভেবে সে এগিয়ে গেলো কিছুদূর চলার পর সে এক সময় খেয়াল করলো গোলাপ ফুলের লাইন প্রায় শেষ হয়ে এসেছে এবং এখন শুধুমাত্র ছোট ও প্রায় নেতিয়ে পড়া ফুল রয়েছে। কথা মতো সে পিছন ফিরে আগের ফুলগুলো তুলতেও পারলো না। তাই বাধ্য হয়ে লোকটি সেখান থেকেই একটি ফুল স্বামীজির কাছে নিয়ে ফিরে এলো, সে স্বামীকে বললো, স্বামীজি আমি যখন চলতে শুরু করি তখন অনেক বড় এবং ছোট সুন্দর ফুল দেখেছিলাম কিন্তু আমি আশায় আরো এগিয়ে যায় সামনের দিকে সেখানে হয়তো আরো ভালো বড় বড় ফুল রয়েছে। কিন্তু শেষে যখন পৌছালাম তখন দেখলাম প্রায় সব ফুলই নেতিয়ে গেছে। তাই এটা নিয়েই ফিরে এলাম ।
স্বামিজী তথন তার কথা শুনে হেসে বললো, দেখো বাবা তুমি সবথেকে সুন্দর ফুলের খোঁজে আগে হেঁটেই গেলে এবং তার জায়গায় এরকম একটি ফুল নিয়ে এলে , মনে করো এই ফুলের বাগানটা হলো তোমার জীবন, আর এই ফুলগুলো হলো, তোমার জীবনের চলার পথে ছোট-বড় খুশি এবং সুখ। তুমি যেমন এগিয়ে গেলে ভালো ফুলের সন্ধানে আগের ভালো ফুলগুলোকে না দেখে, ঠিক সেইভাবে আমরা ছোট ছোট সুখ আনন্দ কে না দেখে বড় আনন্দ সুখের সন্ধানে এগিয়ে যাই। সেই ছোট ছোট আনন্দ গুলোকে আমরা কখনোই সেভাবে গুরুত্ব দেইনা এবং যখন আমরা এই ছোট ছোট খুশি আনন্দের মাহাত্ম্য বুঝতে পারি, তখন আমাদের জীবন প্রায় শেষ হয়ে যায়।।
বন্ধুরা এই ছোট স্টোরি দিয়ে আমি তোমাদের বোঝাতে চাইছিলাম যে,, কোন লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের যে পথ অতিক্রম করতে হয় সেই পথের ছোট ছোট সুখকে সেলিব্রেট করো। জীবনের চলার পথে এই ছোট বড় সুখ যদি সেলিব্রেট করতে পারো তাহলে তোমার জীবন গোলাপ ফুলের মতো সুন্দর আনন্দে ভরে উঠবে। সব সময় পজিটিভ থাকো জীবন ও পজিটিভ হবে।
1 Comments
Excellent vai
ReplyDelete