এমন Attitude তৈরি করুন ।। সফলতা নিজে আপনাকে ধরা দিবে ।। Eagle Attitude Bangla...

 এমন Attitude তৈরি করুন ।। সফলতা নিজে আপনাকে ধরা দিবে ।। Eagle Attitude Bangla...





যদি হতে হয় তাহলে বাজ হবেন কিন্তু কখনোই তোতা হবেন না। কারণ তোতা বলে অনেক বেশি কিন্তু বেশি উঁচু পর্যন্ত উঠতে পারেনা, আর বাজ বলে অনেক কম কিন্তু সবার থেকে বেশি উঁচুতে উড়ে । আর এই কারনেই বাজ বাকি সমস্ত পাখির রাজা হয় । আর আজ আমি পাঁচটা এমন কথা বলবো যেগুলো আমরা বাজপাখির জীবন থেকে শিখতে পারি। তো চলুন শুরু করা যাক:-



নাম্বার 01):-


 বাজপাখি একা উড়ে আর বাকি সমস্ত পাখির থেকে বেশি উঁচুতে উড়ে। বাজপাখি একা উড়বে কিন্তু কখনো ছোট কোনো পাখির সাথে উড়বে না। সব সময় হয় অন্য বাজ পাখির সাথে উড়বে অথবা একা উড়বে। আর এখান থেকে আমরা শিখতে পারি যে , যারা ছোট চিন্তা করে তাদের থেকে দূরে থাকুন এবং একা থাকুন কারন তাহলে আপনি নিজেকে জানতে পারবেন ।



নাম্বার 02):-


বাজপাখির লক্ষ্য স্থির হয় এবং সেটা অনেক বেশি ষ্ট্রং হয় । বাজপাখি তার শিকারকে 5 কিলোমিটার দূর থেকেই দেখতে পারে আর যখন একবার লক্ষ্য ঠিক করে নেয় তারপরে রাস্তায় হাজার বাধা আসলেও লক্ষ্য পূরণ করে। আর এখান থেকে আমরা এটা শিখতে পারি যে, জীবনের লক্ষ্য কে ঠিক করুন আর সেটাকে পাবার জন্য যত বাধাই আসুক না কেন পিছনে ফিরে আসবেন না‌।  



নাম্বার 03):-


বাজপাখি কখনোই মৃত প্রাণী খায় না বাট সবসময় জীবিত প্রাণী শিকার করে। আর এখান থেকে আমরা শিখতে পারি আমাদের অতিত মরে গেছে তাই অতীতে মনোযোগ না দিয়ে আগামী অর্থাৎ ফ্রেশ জীবনের দিকে মনোযোগ দিন। কারন, আপনার অতিতের জায়গা অতিতেে, তাকে বর্তমানে আনবেন না, কারণ একবার আপনার অতিত, বর্তমানে চলে আসলে আপনার অতিত আপনাকে বর্তমানে থাকতে দেবেনা। 



নাম্বার 04):-


যখন আকাশে মেঘ হয়, বৃষ্টি নামে তখন সমস্ত পাখি তাদের বাসায় লুকিয়ে থাকে কিন্তু বাজপাখি অনেক ইনজয় করে ঝড় এর সাথে মোকাবেলা করে। আকাশের দিকে উড়তে থাকে আর একসময় মেঘের উপরে চলে যায়। আর এখান থেকে আমরা শিখতে পারি, সব সমস্যার মধ্যেও মজা খুঁজে বার করুন। আর নেপোলিয়ান হিল একবার বলেছিলেন, প্রতিটি সমস্যা সাথে করে একটি সুযোগ নিয়ে আসে। তাই বাজের মতো সুযোগকে চেনা শিখুন আর যেদিন আপনি সুযোগকে চিনতে পারবেন সেদিন সমস্ত সমস্যা আপনার নিচে থাকবে আর আপনি সমস্যার উপরে থাকবেন। 



নাম্বার 05):-


বাজপাখি ওর বাসা থেকে নরম ঘাসগুলোকে বাইরে ফেলে দেয় যাতে বাজ পাখির বাচ্চা বেশি আরাম না পায়। কারণ, সে যদি বাসাতে আরাম পেয়ে যায় তাহলে সেখানেই থাকতে চাইবে কিন্তু সে এটা হতে দেয় না, কারণ বাজপাখি তা জানে, "there is no growth in comfortzone " আর আমরা মানুষ হবার পরেও এটা বুঝতে চাই না । আপনি যত বেশি কম্ফর্টজনে থাকবেন আপনার আগামী জীবন ততো বেশি আনকম্ফোর্টেবল হয়ে যাবে।


 তো বন্ধুরা এই ছিল ওই পাঁচটি শিক্ষা যা আমরা একটি বাজ পাখির কাছ থেকে শিখতে পারি। সবশেষে পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। 




Post a Comment

0 Comments