কেন ২% মানুষ সফল, 98% কেন নয় , সফলতার গোপন রহস্য ফাঁস ।

 

কেন ২% মানুষ সফল, 98% কেন নয় , সফলতার গোপন রহস্য ফাঁস । 





হাই ফ্রেন্ডস, আপনি কি কখনও ভেবেছেন এই পৃথিবীতে মাত্র 2 শতাংশ মানুষ সফল কেন ? আর 98 শতাংশ কেন নয়? এটা এই জন্য যে 98 শতাংশ মানুষ কোন কিছু না ভেবেই নকল করতে থাকে ।

যেমন, চৌধুরী বাবুর ছেলে ইঞ্জিনিয়ারিং করছে আমিও করবো, বাবুর ছেলে ডাক্তার হয়েছে আমিও হবো, রামদা নতুন বিজনেস শুরু করেছে আমিও তাই করবো । এমন অনেক উদাহরন আপনি আপনার আশেপাশে পেয়ে যাবেন যারা নকল করার চক্করে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন যে নকল করার জন্য বুদ্ধি লাগে, তো চলুন বিষয়টি সহজভাবে বুঝে নেয়া যাক একটি গল্পের মধ্য দিয়ে :-



এক গ্রামে এক ব্যক্তি ছোট একটা দোকান চালিয়ে তার সংসার চালাতো । একদিন রাত এগারোটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলো, রাস্তায় কয়েকজন চোরের সাথে তার দেখা হয় তখন ঐ ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করলো যে এতো রাতে তারা কোথায় যাচ্ছে ? 

একজন চোর উত্তর দিলো যে আমরা ব্যবসায়ী, মাল কিনতে যাচ্ছি, এটা শুনে ঐ ব্যবসায়ী বললেন, এতো রাতে কোথায় মাল কিনতে যাচ্ছো? মাল নগদে কিনবে নাকি বাকিতে কিনবে ? চোরটি বললেন, পয়সা দিবো না ফ্রিতে নিবো । এটা শুনে ব্যবসায়ী খুবই আশ্চর্য হলেন আর ভাবতে লাগলেন এমন কি কাজ যেখানে পয়সা ছাড়াই মাল পাওয়া যায়। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি বললেন আমিও এই কাজ শিখতে চাই, চোরগুলো তখন বলল ঠিক আছে চলো, কিছুদূর যাওয়ার পর ব্যবসায়ী বললেন এই কাজ সম্বন্ধে আমি কিছুই জানি না তোমরা আমাকে বলে দাও এই কাজ কিভাবে করতে হয়। একজন চোর বললো, আমি যে কথাগুলো বলছি তা একটা কাগজে ভালো করে লিখে নাও । তারপর চোর বলতে শুরু করলো :-


কারো বাড়ির পেছন দিয়ে নিঃশব্দে চুপি চুপি ঘরে ঢুকে

যা জিনিস হাতের কাছে পাওয়া যাবে সব একজায়গায় করতে হবে ‌। বাড়ির মালিককে জিজ্ঞাসাও করা যাবেনা বা পয়সাও দেওয়া যাবেনা । চুপি চুপি সব নিয়ে বাড়ির বাইরে চলে আসতে হবে । ঐই ব্যক্তি একটা কাগজে সব লিখে নিলো এবং তার পকেটে রেখে দিলো, অন্য একটি গ্রামে পৌঁছে চোরগুলো ঐই ব্যবসায়ীকে বললো, এবার তুমি যে কোন একটি ঘরে ঢুকে যাও তবে কাগজে লেখা কথাগুলো মাথায় রেখো । ওই ব্যবসায়ী চুপিচুপি ঘরে ঢুকলো, বাড়ির সবাই ঘুমাচ্ছিল, সে সব মাল এক জায়গায় করতে লাগল তখন একটি থালা তার হাত থেকে মেঝেতে পড়ে গেল, শব্দ শুনে বাড়ির সবাই জেগে  উঠলো, সবাই মিলে তাকে পিটতে শুরু করলো । মার খেতে খেতে ওই ব্যবসায়ী জোরে জোরে বলতে লাগলো এই কাগজে এমনটা হবে তাতো লেখা ছিল না ।




তো বন্ধুরা এই গল্পটি থেকে এটা বুঝতে পেরেছেন যে, নকল করার জন্য বুদ্ধির প্রয়োজন । এটাই কারণ, যার জন্য 2 শতাংশ মানুষ জীবনে সফল আর 98% নয় ! এই পৃথিবীতে প্রতিটি মানুষের আলাদা আলাদা ট্যালেন্ট আছে, সব মানুষ সচিন টেন্ডুলকার হতে পারে না , বা

 সব মানুষ বিল গেটস হতে পারে না, সব মানুষ ওয়ারেন বাফেট ও হতে পারেন। কিন্তু 98% মানুষ এই কথাটি বোঝেই না বা বোঝার চেষ্টাও করেনা, সব একে অপরের কপি করতেই ব্যাস্ত ‌। এটা না করে যদি সবাই নিজের ভেতরের ট্যালেন্টটা খুঁজে বার করে সেই রিলেটেড কোন কাজ করেন তাহলে অনেক তাড়াতাড়ি সফল হওয়া যাবে। এবার আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি ওই ২ শতাংশ মানুষের তালিকায় আসতে চাইবেন, নাকি 98 শতাংশ মানুষের তালিকায় আসতে চাইবেন । 


যদি আপনি আপনার টেলেন্ট খুঁজে পাচ্ছেন না বা আপনার প্যাশান কি তা বুঝতে আপনার অসুবিধা হচ্ছে । তাহলে এই রিলেটেড একটি পোস্ট আমরা খুব তাড়াতাড়ি পাবলিস্ট করবো । আশা করছি পোষ্টটি আপনার ভালো লেগেছে , ভালো লাগলে শেয়ার করুন ।


Post a Comment

0 Comments