বন্ধুরা, এমন কি থাকে সফল মানুষদের মধ্যে যা তাদের প্রত্যেককে সফল থেকে আরও সফলতর বানিয়ে তোলে?? সেই বিশেষ জিনিসটি হলো তাদের ভাবনা, তাদের বিশ্বাস । আমরা নিজেদেরকে সব সময় যেমন চোখে দেখি, নিজেদের সম্পর্কে যেমন চিন্তা ভাবনা করি, সেগুলি আমাদের বিশ্বাসে পরিণত হয়। আর আমাদের বিশ্বাসীই স্থির করে দেয় আমরা সফল হব নাকি ব্যর্থ হবো !! এ ছাড়াও সফল মানুষেরা কখনোই ভুলে যায় না যে তারা কি ছিল অর্থাৎ কোন স্তর থেকে তারা সফলতাকে অর্জন করতে পেরেছেন। তো বন্ধুরা আজ আমরা বিল গেটস এর একটি বাস্তব জীবনের কাহিনী থেকে সফল মানুষদের সেই ভাবনা চিন্তা সম্পর্কে জেনে নেবো, যার ফলে সফল মানুষ ক্রমশ সফলতর হয়ে উঠতে থাকে।
যদি আপনি বিল গেটস এর সম্পর্কে না জেনে থাকেন তাহলে বলে দিই যে, বিল গেটস এখনো পর্যন্ত পৃথিবীর সবথেকে ধনীতম ব্যক্তিদের মধ্যে একজন। তো চলুন গল্পটি শুরু করা যাক:-
একদিন বিল গেটস রেস্টুরেন্টে খাবার খেতে যান, খাবার পর তিনি বিল-pay করেন এবং ভালো সার্ভিসের জন্য ওই রেস্টুরেন্টের ওয়েটার কে 10 ডলার টিপস দেন। যখন বিল গেটস রেস্টুরেন্ট থেকে বাইরের দিকে যেতে থাকেন, তখন তিনি লক্ষ করেন সেই ওয়েটার তাকে আজব ভাবে দেখছে, বিল গেটস তখন সেই ওয়েটারকে তার কাছে ডাকেন, এবং বলেন তুমি আমাকে এভাবে দেখছো কেন ? তখন ওয়েটার তাকে বলে যে, কয়েকদিন আগেই আপনার কন্যা আমাদের রেস্টুরেন্টে এসেছিলেন এবং তিনি আমাকে 100 ডলার টিপসও দিয়েছিলেন। আর আপনি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হয়েও মাত্র 10 ডলার টিপস দিলেন । বিল গেটস তার কথা শুনে হাসতে থাকেন এবং তারপর তিনি সেই ওয়েটারকে বলেন, সেই মেয়েটি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির মেয়ে ছিল। কিন্তু আমি একজন গরীব বাবার ছেলে আমি আমার সেই অতীত সব সময় মনে রাখি। কারণ অতীতের জন্যই আমি আজ এই স্থানে পৌঁছাতে পেরেছি।
তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই, আপনি জীবনে যত বড় সফলতায় পেয়ে যান না কেন ? কখনই ভুলে যাবেন না যে, আপনি কি ছিলেন । আর কোন স্তর থেকে আপনি এই স্তরে পৌঁছেছেন । যদি আপনি সবকিছু ভুলে যান যে , আপনি আগে কি ছিলেন তাহলে আপনার মধ্যে অহংকার জন্ম নেবে , আর এই অহংকার এর জন্যই মানুষের জীবনের সবকিছু থাকা সত্ত্বেও তার জীবন থেকে শান্তি চলে যায়। আর অর্জন করার সমস্ত সফলতা পুনরায় ব্যর্থতায় পরিণত হতে থাকে। এটিই হলো সেই ভাবনা যেটা সকল ধনী ব্যক্তিরা সবসময় তাদের মাথায় রাখে। যার ফলে তারা সফল থেকে সফলতর এবং ধনি থেকে ধনিতর হয়ে উঠতে থাকে ।
1 Comments
অসাধারণ ভাই,খুব ভালো লাগলো।
ReplyDelete