এই একটি গল্প আপনার জীবনকে পুরোপুরি বদলে দিবে । Motivational and inspirational short story in Bangla..

 এই একটি গল্প আপনার জীবনকে পুরোপুরি বদলে দিবে । Motivational and inspirational short story in Bangla..







হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন। আজ আরেকটি ছোটগল্প নিয়ে হাজির হয়েছি, গল্পটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।



 একজন নামকরা স্পিকার 2000 টাকার একটি নোট নিয়ে সেমিনার রুমে প্রবেশ করেন। সেই সেমিনার রুমে 50 জন মানুষ বসেছিলো, তিনি 2000 টাকার একটি নোট দেখিয়ে বললেন, কে কে এই নোটটি নিতে চান? রুমে থাকা প্রায় প্রতিটি মানুষই ধীরে ধীরে হাত তুলতে লাগল! তিনি বললেন, আপনাদের মধ্যে মাত্র একজন ব্যক্তিকেই আমি এই নোটটি দেবো, তবে তার আগে আমি একটা কাজ করব, এই বলে তিনি নোটটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে নোটটি বাকিয়ে চুড়িয়ে দিলেন। তারপর তিনি বললেন, এবার কে কে নিতে চান? তখন ও প্রায় সবগুলো হাতই উপরে রয়েছে ! ওকে ওকে ! আমি এবার আরেকটা কাজ করবো, এই বলে তিনি 2000 টাকার নোটটি মেঝেতে ফেলে দিলেন এবং জুতো দিয়ে টাকাটা ঘষা দিতে লাগলেন, এর ফলে টাকাটি দুমড়ে-মুচড়ে গেল আর বাজে গন্ধ হয়ে গেল। এবার পুনরায় সামনের মানুষদের তিনি জিজ্ঞাসা করলেন এখনো কি কেউ এই টাকাটা নিতে চান ? এবারও প্রায় সব মানুষেরই হাত উপরে রয়েছে , তারপর তিনি বললেন, প্রিয় বন্ধুগণ আজ আমরা একটা মূল্যবান বিষয় শিখলাম, এটা কোন ম্যাটার করে না যে আমি নোটটির সাথে কি করলাম ! আপনারা এখনও নোটটি নিতে চান কারণ এর মূল্য একটুও কমেনি ! কারণ এর মূল্য একটুও কমেনি ! এটার মূল্য এখনোও 2000 টাকাই রয়েছে।



এই একই ঘটনা আমাদের জীবনের সাথে ঘটে । আমরা কখনো ফেল হয়ে যায়, কখনো কখনো জীবন সংগ্রাম করতে করতে হতাশ হয়ে পড়ি, কখনো কোনো ভুল ডিসিশনের জন্য লাইফে অনেক প্রবলেম হয়, এই সমস্ত পরিস্থিতিতে আমরা অনেক সময় নিজের উপর আস্থা হারিয়ে ফেলি ! নিজেকে মূল্যহীন মনে করি ! এর মানে এই নয় যে, যেটা ঘটেছে সেটা বারবার ঘটবে, ভবিষ্যতে কিছু হবেনা এমনটা নয়। আপনার মূল্য, গুরুত্ব এগুলো কখনো হ্রাস পাবে না। মনে রাখবেন, আপনি ইউনিক এটা কখনো ভুলবেন না । 


 আমাদের এই সাইটে আরো অনেক মোটিভেশনাল লাইফ চেঞ্জিং এবং এডুকেশন রিলেটেড পোস্ট রয়েছে। চাইলে আপনি দেখে নিতে পারেন হয়তো আপনার কোনো উপকারে আসতে পারে। পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।

Post a Comment

0 Comments