বিল গেটস জীবন বদলে দেওয়া বাণী। ধনী হওয়ার সহজ উপায়।। Motivation post Bangla..

 


বিল গেটস জীবন বদলে দেওয়া বাণী। ধনী হওয়ার সহজ উপায়।। Motivation post Bangla..



পৃথিবীর প্রতিটি মানুষই চায় ধনী হতে কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে খুব কম সংখ্যক মানুষই, খুব কম সংখ্যক মানুষই তাদের স্বপ্নকে ছুঁতে পারে । তার মধ্যে অন্যতম একজন হলেন বিল গেটস । যিনি সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করেছেন, যদি তিনি পৃথিবীতে একটি নতুন দেশ তৈরি করেন তাহলে সেই দেশটি হবে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটস বিভিন্ন সাক্ষাৎকার ভাষণে তরুণদের উদ্দেশ্যে চমকপ্রদ পরামর্শ দিয়েছেন। তার মধ্যে বাছাই করা 10 টি পরামর্শ নিয়ে success never end এর পক্ষ থেকে আজকের এই পোস্টটি। তো চলুন শুরু করা যাক।



 Number 01:- প্রতি দিন নিজের সেরাটা দিতে হবে।


 বিল গেটস এর ভাষায় জীবন কতগুলো পরীক্ষার সেমিস্টার হিসেবে ভাগ করা নেই । এখানে কোন গ্রীষ্ম কালীন ছুটিও নেই সুতরাং নিজের ভুলগুলো শুধরে নেওয়ার জায়গা নেই, তাই প্রতিদিন আপনার সেরাটা দিতে হবে।


Number 02:- সমালোচনাকে ওয়েলকাম করুন।


 বিল গেটসের লেখা একটি বইতে আমাদের জীবনে সমালোচনা গুরুত্ব সম্পর্কে বলেছেন। তিনি মনে করেন অভিযোগ আর অসন্তুষ্টি আরও ভালো করার সুযোগ করে দেয়। তিনি লিখেছেন আপনার অসন্তুষ্ট ক্রেতাই আপনাার শিক্ষার মূল উৎস ।


Number 03:- ভবিষ্যৎ পরিকল্পনা করুন।


 বিল গেটস বলেন , কোন প্ল্যানিং করার সময় সব সময় লম্বা সময়কে মাথায় রাখতে হবে , প্ল্যানিং যত লম্বা সময়ের হয় তত কম সমস্যার সৃষ্টি হয়, তবে প্ল্যানিং করার সময় এটা মাথায় রাখবেন যে প্লানিং অনুযায়ী সবকিছু হয় না কিন্তু প্ল্যানিং ছাড়া কিছুই হয় না।


Number 04:- কর্মক্ষেত্রে বুদ্ধি প্রয়োগ করতে হবে ।


বিল গেটস বলেন কোনো কঠিন কাজ করার জন্য আমি অলস ব্যক্তি কে Choose করি, কারণ অলস ব্যক্তি ঐ কাজটা করার জন্য সহজ কোনো পথ খুঁজে বার করবে।


Number 05:- কোন কাজই ছোট নয়।


 তিনি বলেন কোন কাজকে ছোট ভাবা উচিত নয়, যদি কোনো বড় কম্পানিতে আপনি চাকরি পাচ্ছেন না তো শুরুতে যে কোম্পানিতে চাকরি পাচ্ছেন সেটাই করুন।


Number 06:- জীবনে ঝুঁকি নিতে হবে।


 বিল গেটস বলেছেন, জীবনে বড় সাফল্য পাওয়ার জন্য কখনো কখনো আপনাকে বড় আঘাত সহ্য করতে হবে ,আপনাকে ঝুঁকি নিতে হবে ।


Number 07:- অন্যের সাথে তুলনা নয়।


 তিনি বলেন এই দুনিয়ায় অন্য কারো সাথে নিজেকে তুলনা করবেন না । যদি আপনি এমনটা করছেন তাহলে আপনি নিজেই নিজেকে অপমান করছেন।


Number 08:- Invest করুন। 


আপনি যেকোন ধনী ব্যক্তির ইন্টারভিউ দেখুন, বা কোন ধনী ব্যক্তির লেখা বই পড়ুন কেউ আপনাকে পয়সা খরচ করতে বলবে না। সবাই আপনাকে ইনভেস্ট করতে বলবে । এমন কেন ? কারণ, অক্সিজেনের পরেই বেঁচে থাকার জন্য দ্বিতীয় সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি হলো পয়সা।


Number 09:- ধৈর্য রাখতে হবে।


 সঠিক পদ্ধতিতে বিশাল সাফল্য পাওয়ার জন্য লম্বা সময় লাগে, তাই ধৈর্য ধরতে হবে ।


Number 10:- দৃঢ় প্রতিজ্ঞ হন।


প্রত্যেক সফল ব্যক্তি একটি ব্যাপারে খুব জোর দিতে বলে , সেটি হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া, প্রতিজ্ঞা আসে ভালোবাসা থেকে, কাজের প্রতি ভালোবাসা তৈরি করুন আপনি যে কাজ করছেন তার প্রতি ভালোবাসা থাকতে হবে । সফল মানুষরা ভালোবাসা দিয়েই তাদের কঠিন কাজকে সহজ করে ফেলেন ।



যদি আপনি কোন গরিব পরিবারে জন্মগ্রহণ করেন এতে আপনার কোন দোষ নেই, কিন্তু আপনি যদি গরীব থেকেই মারা যান এটা আপনার দোষ। আপনাকে এটা সবসময় ভাবতে হবে আপনার যে স্ক্রিল সাইট বা আপনি যে কাজে পারদর্শী সেই কাজের মাধ্যমে কিভাবে অধিক পয়সা আয় করতে পারেন। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।

Post a Comment

0 Comments