এই গল্পটি আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিবে।। Life Changing motivational post...

 এই গল্পটি আপনার জীবনকে বদলে দিবে।। Life Changing motivational post...





এটাতো আপনার  অবশ্যই শুনেছেন যে, আপনি পাঁচটি লোকের অ্যাভারেজ যাদের সাথে আপনি আপনার বেশিরভাগ সময় কাটান। আপনি এটা অনেকবার শুনেছেন যে ,আপনি যেমনটা ভাববেন আপনি তেমনটাই হয়ে যাবেন। আর এটা 100% সঠিক কিন্তু এটাও সত্যি যে আপনি যাদের সাথে থাকেন আপনি ঠিক তেমনি হয়ে যাবেন। আপনি আপনার চারপাশের পরিবেশ কেমন রেখেছেন এটা আপনার জীবনে অনেক প্রভাব ফেলে। আর এই দুটো কথাকে আমি আপনাদের আজ একটি গল্পের সাহায্যে বোঝানোর চেষ্টা করবো । তো চলুন শুরু করা যাক:-




 একটি জঙ্গলে অনেক বড় একটি গাছ ছিলো। ঐই গাছে একটি বাজ পাখির বাসা ছিলো। আর এই গাছের নিচে একটি মুরগির বাসাও ছিল, যেখানে মুরগি অনেকগুলো ডিম পেরেছে। আর একদিন ঐ বাজ পাখির একটি ডিম নিচে পড়ে যায় আর মুরগির ডিমের সঙ্গে মিশে যায়। আর মুরগি সেটাকে নিজের ডিম মনে করা শুরু করে আর কিছুদিন পর ওই ডিম থেকে বাচ্চা বের হয় আর মুরগির বাচ্চার সাথে সাথে বাজ পাখির ও বাচ্চা হয় । আর বাজ পাখির বাচ্চাটা এটা ভেবেই বড় হয় যে সে একটি মুরগির বাচ্চা, আর বাজ পাখিটা সেটাই করতো যা একটি মুরগির বাচ্চা করে। মাটি থেকে খাবার খুঁজে বার করা, মুরগির মতো অল্প একটু উড়া, মুরগির মতো আওয়াজ করা। কারণ মুরগিগুলো এমনটাই করতো। আর একদিন বাজপাখির বাচ্চাটা আকাশে একটি বড় বাজ পাখিকে উড়তে দেখে, আর তখন মুরগিকে জিজ্ঞেস করে ওই সুন্দর পাখিটির নাম কি  ? যে অত উপরে উড়ছে ? তখন মুরগি বলে এটা বাজপাখি আর ওটা পাখিদের রাজা আর তুমি ওর মত কখনোই উড়তে পারবে না । কারণ তুমি একটা মুরগি। এটা শোনার পর বাজ পাখির বাচ্চা সারাজীবন মুরগির মত বেঁচে থাকে । আর এটা সে কখনোই জানতে পারেনি যে সে পাখির রাজা। 



 একইভাবে অনেকবার আমরা আমাদের ভিতরে বাজকে মেরে ফেলি মুরগির ভিতরে থেকে।  আমরা ওই ডিমের মতো ভুল জায়গায় চলে যায় । আর এই কারণে আমরা কোনদিনই আমাদের ভিতরের বাজকে কে চিনতে পারি না ! আজকের পর আপনি তাদের সঙ্গে থাকা শুরু করুন যারা আপনার থেকে বেশি স্মার্ট, যারা আপনার থেকে বড় চিন্তা করে, কারণ আপনার বাজ হয়ে কোন লাভ নেই যদি মুরগির ভিতরে থাকেন । আপনি যদি আপনার থেকে কোন কম নলেজ ও কম এক্সপেরিয়েন্স এর লোকের সঙ্গে থাকেন তাহলে আপনিও এই গ্রুপের স্মার্ট হবেন কিন্তু আপনার কোন লাভ হবেনা, আর আপনি এমন গ্রুপে থাকলে আপনি একটি ভুল গ্রুপে আছেন। তাই গ্রুপ পরিবর্তন করুন আর এমন লোকেদের সঙ্গে থাকা শুরু করুন যেখানে আপনি সবার থেকে বেশি বোকা ও মূর্খ আর আপনি মূর্খ হলেও ওই গ্রুপের সব থেকে বেশি আপনার গ্রোথ হবে। আমরা মানুষ জলের মতো , জলকে দুধের সাথে মেশালে দুধ হয়ে যাবে বিষের সাথে মেশালে বিষ হয়ে যাবে। তাই আপনি যাদের সাথে থাকবেন আপনি ঠিক তেমন হয়ে যাবেন। একটি লোহার টুকরো কে যদি পাথরের সাথে বেঁধে দেওয়া হয় তাহলে সেটা সামান্য জলে ডুবে যাবে কিন্তু যদি লোহার টুকরো টিকে একটি কাঠের সাথে বাধা হয় তাহলে বিশাল সমুদ্র ও তাকে ডোবাতে পারবে না । তাই এখনই ভেবে দেখুন আপনার চারপাশে কে পাথর আর কে কাঠ, কে আপনাকে ডোবাবে আর কে আপনাকে ভাসিয়ে রাখবে । কার সাথে থাকলে আপনার নলেজ বাড়বে, কার সাথে থেকে আপনার ভবিষ্যৎ ভালো হবে, আর কার সাথে থাকলে আপনার ফিউচার খারাপ হয়ে যাবে ! তাই যদি আপনার ভেতরের বাজকে জাগাতে চান তাহলে মুরগির ভিতরে থাকা ছেড়ে দিন।


 তো বন্ধুরা পোষ্টটিতে বলা কথাগুলো সঙ্গে একমত হলে শেয়ার করতে ভুলবেন না। 



Post a Comment

0 Comments