খারাপ সময়ে এই একটি কাজ করুন সফলতা আসতে বাধ্য হবে। Best Motivational post Bangla...

 

খারাপ সময়ে এই একটি কাজ করুন সফলতা আসতে বাধ্য হবে। Best Motivational post Bangla...





আমি হেরে গেছি কিন্তু আমি হার মেনে নেয়নি। এতদিন আমি Struggle করছিলাম। চেষ্টা করছিলাম ঠিকই কিন্তু এবার সময় এসে গেছে জেগে ওঠার। কঠিন সময় দরকার হয় একটি স্ট্রং মাইন্ড সেটের, কঠিন সময় দরকার ধৈর্যের, কঠিন সময় দরকার হয় শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার । প্রশ্ন এটা নয় যে কখনও কি কঠিন সময় আসবে? আসলে এটা কোন প্রশ্নই নয়, কারণ মানুষ জীবিত থাকলে কঠিন সময় আসবে। এটা একদম গ্যারান্টি বরং প্রশ্ন হলো যখন কঠিন সময় আসবে তখন আপনি সেটাকে কিভাবে হ্যান্ডেল করবেন বা সেটাকে হ্যান্ডেল করার জন্য আপনি কি রেডি থাকবেন? অথবা সামনে কি এমন সময় আসবে যখন আপনার মনে হবে সবকিছু ছেড়ে দিই ?


 হ্যা বন্ধুরা এমন সময় ডেফিনেটলি আসবে ? কখনো কখনো জীবিত থাকা এতটাই মুশকিল হয়ে পড়ে যে বেঁচে থাকার জন্য একটা কারন খুজে পাওয়া যায় না। এমন বাজে পরিস্থিতি কখনো না কখনো আমাদের প্রত্যেকের জীবনে আসে। আমি শুধু আপনাকে বলতে চাই আপনি চলতে থাকুন, থামবেন না চলতে থাকুন যাতে আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পান। নিজের পরিচয় দেখানোর সুযোগ পান । কখনো কখনো জীবনে আপনাকে শক্ত হতেই হবে! তখন আপনার হাতে অন্য কোন অপশন থাকবে না । আপনি নিজেই দেখুন এই পৃথিবীতে এমন কে আছে যে জীবনে কখনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়নি ? ব্যর্থতাকে সবাই দেখেছেন। আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন আমাদের জীবনের কন্ট্রোল আমাদের হাতেই থাকে না ! আর তখনি আসে জীবনের আসল পরীক্ষার সময়। এই ঘটনাগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করছি, কিভাবে ট্যাকেল করছি, সত্যি কি আমি সর্বোচ্চ দিয়ে সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করেছি? নাকি ভয় পেয়েছি এসেছি ? মাইক টাইসন একবার বলেছিলেন, প্ল্যান তো সবার কাছেই থাকে কিন্তু যখনই প্রথম পাঞ্চ পড়ে তখন সেটার কথা মনে পড়ে। হ্যা বন্ধুরা জীবনে এমনই হয়। সবকিছু ঠিকঠাক মতো চলতে থাকে, মনে হয় আমিতো এমনই জীবন চেয়েছিলাম আর তখনই সবকিছু ওলট-পালট হয়ে যায়।


কিন্তু মার খাওয়ার পরও কি আপনি দুনিয়ার সামনে উঠে দাঁড়াতে পারবেন ? আপনার মধ্যে কি আছে এতোটা ক্ষমতা ! এতোটা সাহস ? যে আপনি দুনিয়াকে বুঝিয়ে দেবেন আপনি শুধু মুখেই বলেন না কাজেও করে দেখাতে পারেন ‌। আপনি কি এতোটা মজবুত ? নাকি আপনিও মাঝপথে ভয় পেয়ে রাস্তা ছেড়ে দেবেন ! যেমনটা বেশিরভাগ মানুষ করে থাকে আর পরে বলে আমিতো চেষ্টা করেছিলাম। আপনাকে একটা ক্যারেক্টার তৈরি করতে হবে স্ট্রং ক্যারেক্টার, মজবুত ক্যারেক্টার, এটা কখনো এমনি এমনি তৈরি হয়না ! মজবুত ক্যারেক্টার তৈরি হয় ধাক্কা খেতে খেতে, নিজেকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে যেতে, শুধু বসে বসে কিছু হয়না। এই ক্যারেক্টারের জন্য কাজ করতে হয় প্রতিটা দিন, প্রতিটা রাত , প্রতিটা মুহুর্ত, এই ক্যারেক্টার মজবুত হয়, শক্তিশালী হয়, খারাপ অবস্থাতেও  হাল না ছাড়াতে , মজবুত হয় নিজের স্বপ্নের জন্য লড়ার ফলে । আরেকটা কঠিন বাস্তবতা হলো এই দুনিয়া পরীক্ষা সবাইকে নেয়। সবাইকে চাপে ফেলে কিন্তু বেশিরভাগ মানুষ প্রথমবারেই হাল ছেড়ে দেয় । তারা গিভ আপ করে দেয় ‌‌। মনে রাখবেন আপনি কখনো গিভ আপ করবেন না, শক্তি সঞ্চয় করার সাহস দেখান, এগিয়ে যাওয়ার সাহস দেখিয়ে সবাইকে দেখিয়ে দিন আসলে আপনি কি জিনিস, লেগে থাকুন আপনার স্বপ্ন পূরণের জন্য, এমনকি তখন যখন অন্য কেউ নয়, আপনি নিজেই নিজের উপর ভরসা করতে পারবেন না। অন্যদের ছাড়ুন যদি আপনার মনে হয় এটা আমার দ্বারা সম্ভব নয়? তখন পরিশ্রম করা ছাড়বেন না , আর একবার এটা ভাবুন যে আমাকে গন্তব্যে পৌঁছাতে হবে যে কোনো মূল্যে, যেকোনো ভাবে, আর মনে রাখবেন, এই মুশকিল সময়গুলো এই কঠিন সময় গুলোই আমাদের ভাগ্য বদলে যাওয়ার পূর্ব মুহূর্ত । যদি কখনো মনে হয় আমার এখন খারাপ সময় চলছে তখন নিজেকে বলুন :- this will not break me

But this will make me....

প্রতিদিন আপনার কাছে দুটো অপশন থাকে, এক সামনে এগিয়ে যাওয়ার, অথবা 2 যেখানে আছেন ওখানেই থাকা। আর এখন আপনাকে প্রমাণ করতে হবে আপনি বাঘ নাকি বিড়াল। নিজের জেতার কারণগুলো খুঁজুন, আপনার শক্তিশালী দিকগুলো খুঁজুন। আর ঐ কারণগুলোই আপনার খারাপ সময় আপনাকে ভেঙে পড়তে দেবেনা।



 আশাকরি পোষ্টটির মূল বক্তব্য আপনি বুঝতে পেরেছেন। এবং তার থেকে উপকৃত হবেন। পোস্টটি উপকারী মনে হলে একটা কমেন্ট করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে যাতে তারাও উপকৃত হয়। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

Post a Comment

0 Comments