স্বপ্নকে সত্যি করতে চাইলে মূল্য যোগাতে শিখুন।। Best motivational post Bangla..

 


স্বপ্নকে সত্যি করতে চাইলে মূল্য যোগাতে শিখুন।। Best motivational post Bangla..


সফলতা বা সাকসেস আমরা সকলেই চাই । সবাই নিজেকে একটা সুন্দর পজিশনে দেখতে চাই । আমরা প্রত্যেকেই চাই আমাদের স্বপ্নকে বাস্তবে পরিণত করতে কিন্তু স্বপ্ন বা পজিশনের একটি মূল্য আছে। যে মূল্যটি সবাই দিতে পারে না সেই মূল্য দিতে হয় হার্ডওয়ার্ক এবং স্যাক্রিফাইসের ব্যথার মধ্য দিয়ে । আমি কিন্তু এখানে কোনো শারীরিক ব্যথা বা কষ্টের কথা বলছি না, এখানে আমি বলছি মানসিক ব্যথার কথা । যখন আমরা কোনো ইম্পরট্যান্ট কাজ করতে বসি, পড়তে বসি তখন আমাদের মন এদিক-ওদিক দৌড়াতে থাকে। আমরা ভাবি যে মোবাইলটা একবার চেক করে দেখি কেউ হোয়াটসঅ্যাপে কোন এসএমএস করল না তো, ইউটিউব টা একটু খুঁজে দেখি কোন নতুন ফানি ভিডিও এলোনা তো, দেখি ফেসবুকে কে কেমন ফটো আপলোড করলো এবং কার ছবিতে কেমন লাইক বা কমেন্ট করলো । যখন তুমি এসব না করে নিজের কাজে কনসেনট্রেট করতে চাও, জোর করে কোন কাজকে কমপ্লিট করতে চাও , তখনই তোমার ব্রেনে একটি মেন্টাল প্রেসার ক্রিয়েট হয়, কারণ তোমার ব্রেন কিছুতেই চায় না যে তুমি ওই কাজটি করো আর ঠিক তখনই তুমি তোমার মানসিক ব্যথা অনুভব করো, একটা মেন্টাল স্ট্রেস ফিল করো । 



যখন তুমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এক্সারসাইজ করা বা জিমে যাওয়ার জন্য মনস্থির করে ফেলো, নিজের হেলথ এবং বডিকে ফিট রাখতে চাও তথন তোমার বিছানা ছেড়ে উঠতে অলসতা লাগে, ঠিক তখনই তুমি তোমার ব্রেনে সঙ্গে লড়াই করো,  ঐ আরামদায়ক বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে আসার জন্য, দীর্ঘ দিনের অভ্যাসকে বদলে নতুন অভ্যাস ক্রিয়েট করতে তোমার কষ্ট হয় , সেই মেন্টাল স্ট্রেস ফিল করো । যখন তোমার সব বন্ধুরা কোন পার্টিতে ইনজয় করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে টাইম ইনভেস্ট করে এবং তোমাকেও সাথে নিয়ে যাওয়ার জন্য ফেক বন্ধুত্বের নাটক করে । তখন তুমি তাদেরকে বারণ করে নিজেকে ঘরের ভেতরে আটকে রেখে পড়াশোনা করো , পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো , সেই সাবজেক্টিকে পড়তে থাকো যাতে তোমার ইন্টারেস্ট রয়েছে, ওই বিষয়টিকে নিজেকে মাস্টার করার চেষ্টা করতে থাকো, তুমি নিজের ইন্টারেস্ট, নিজের ফিউচার অর্থাৎ নিজের ভালোর কথা ভেবেই তোমার বন্ধুদেরকে বলি দাও । আর এই সবকিছুর থেকেও আরো অনেক বেশি বড় হলো, যখন তোমার ভাবনাটা তোমার বাবা-মায়ের সঙ্গে ম্যাচ করে না, যখন তোমার প্যাশান তারা বুঝতে পারে না , তোমার স্বপ্নটা তাদের কাছে ফালতু মনে হয়, যখন তারা তোমাকে দিয়ে এমন কিছু করাতে চায় যা তাদের ভালো লাগে,

তখন তুমি সব কিছুরই স্যাক্রিফাইস করে সেই মানুষগুলোর বিরুদ্ধে যাও যাদেরকে তুমি তোমার লাইফে বেশি ভালোবাসো । শুধুমাত্র নিজের স্বপ্নটাকে রক্ষা করার জন্য নিজের বাবা-মাকে Heart করার মতো সেক্রিফাইস ও করো । এখন তোমার কাছে নেই কোনো ফ্রেন্ড সার্কেল, নেই কোন বাবা-মায়ের সাপোর্ট, তাই কাঁদতে হলে মন খুলে কাঁদো, আর কেঁদে কেঁদে নিজের স্টেস রিলিজ করো, কেঁদে কেঁদে নিজের মনকে হালকা করো, এরপরেও যেটা বেঁচে আছে সেটা হলো শুধুমাত্র তোমার প্যাশান । তোমার লাইফের গোল্ড, তোমার টার্গেট, তোমার ড্রিম এই স্বপ্নকে ধরার জন্য প্রতিদিন 16 ঘণ্টা লাগিয়ে দাও। পুরো সততার সঙ্গে ওই কাজটি করতে থাকো, নিজের কাজকে রেস্পেক্ট করো, নিজের সমস্ত ভালোবাসা নিজের ঐ কাজের মধ্যে ঢেলে দাও । তারপর দেখো এই প্রকৃতি কিভাবে তোমার সুরে সুর মেলায়, কিভাবে তোমার সমস্ত স্বপ্নগুলি তোমার হাতে ধরা দেয় ।।




তো ভাই আমরা প্রত্যেকেই নিজের স্বপ্ন পূরণ করতে চাই, নিজেদেরকে একটা ড্রিম পজিশনে দেখতে চাই।

কিন্তু নিজেদেরকে এই ড্রিম পজিশনে দেখতে চাইলে, 

প্রত্যেকেই একটা মূল্য যোগাতে হয়, যেটা সবাই মেটাতে পারেনা। সেটা মেটাতে হয় হার্ডওয়ার্ক এবং সেক্রিফাইস এর মধ্য দিয়ে। আর তার জন্য সহ্য করতে হয় অসংখ্য ব্যথা। আশা করছি তুমি এই মূল্য জোগানোর জন্য এবং নিজের ড্রিম পজিশনকে পাওয়ার জন্য এই সমস্ত রকম আত্মত্যাগ করতে রাজি আছো। Success never end এর পক্ষ থেকে তোমাকে জানাই best of luck...





Post a Comment

0 Comments